নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমাদের চাওয়া, পুরো জাতির চাওয়া একটা সুষ্ঠু নির্বাচন। আমরা সেই লক্ষে কাজ করছি। শরীয়তপুরের তিনটি নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সিসি ক্যামেরা থাকবে না, এজন্য কোনো বাজেট নাই। আশা করি তাপপ্রবাহ নির্বাচন পর্যন্ত থাকবে না। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের যা যা করা দরকার তা করা হবে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শরীয়তপুরের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি আলমগীর।