চোট সারিয়ে যশপ্রীত বুমরাহ পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বুমরাহ ১০০ শতাংশ ফিট।’
ভারতীয় এই পেসার দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে। চোট সারিয়ে ফেরার চেষ্টা করছিলেন তিনি। জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন বুমরাহ। সেখানে বল করছেন।
তবে বুমরাহ এই সিরিজে খেলবেন কি না, সেটি অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই।
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণার কথা রয়েছে তাদের। এই দলে বুমরাহ থাকতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও ভারতের অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিত করে কিছু বলেননি এই বিষয়ে। তবে তিনি বলছেন, বুমরাহকে সুযোগ দিতে চান ম্যাচ খেলার।
এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জানিয়েছেন যে, বুমরাহ আয়ারল্যান্ডে যেতে পারেন। তাকে দ্রুত ফেরানোর চেষ্টা করছে ভারতীয় দল। এই বছর এক দিনের বিশ্বকাপ রয়েছে। তার আগে বুমরাহর মতো অভিজ্ঞ পেসারকে দলে চাওয়া হচ্ছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলিয়ে বুমরাহকে দেখে নিতে চাইছে ভারত।