জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের গণঅভ্যুত্থান এবং আমাদের বর্তমান যে যাত্রা এটি হচ্ছে পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। পরিবর্তন, সংস্কার, বিচারের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পুরোনো রাজনীতি আমরা চাই না। আমরা সত্যিকার অর্থেই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাই।
বৃহস্পতিবার বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ের আগে এ কথা বলেন তিনি।
এ সময় নাহিদ সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকার এনেছে। আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে।
তিনি বলেন, একটি সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময়সীমার মধ্যে আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চাই।
নাহিদ আরও বলেন, বাংলদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার হাত ধরে এসেছে। সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ছাত্রজনতার ঐতিহাসিক দায়িত্ব।
সেই দায়িত্ববোধের জায়গা থেকে নতুন রাজনৈতিক দল করেছেন জানিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল ও একটি নতুন রাজনৈতিক সূচনা।
নাহিদ বলেন, ক্ষমতার চেয়ে জনতা, আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ ছিলো। সেই গুরুত্বের জায়গা থেকেই রাজপথে নেমে এসেছি।
মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির তাসনিম জারা, মুজাহিদুল ইসলাম শাহীন, ডা. মাহমুদা আলম মিতু, আব্দুল হান্না মাসুদ, হাফেজ মাওলানা সানাউল্ল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।