পুরোনো ফোনের ভালো দাম পেতে যা করবেন

0

আজকাল স্মার্টফোনে মজবুত গ্লাস কভার ও অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকে। কিছু ফ্ল্যাগশিপ মডেলে টাইটেনিয়াম পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। তবু ফোনকে নতুনের মতো রাখার জন্য কেস ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করা অত্যন্ত জরুরি। যা ফোনকে দাগ বা পড়ে যাওয়ার ক্ষতি থেকে রক্ষা করে। ফলে ফোনের পুনঃবিক্রয় মূল্য ২০-৩০% পর্যন্ত বেশি পাওয়া যেতে পারে।

বক্স ও চার্জার রাখা

অধিকাংশ স্মার্টফোনের বক্সে খুব বেশি কিছু থাকে না। একটি সাধারণ কেস, ইউএসবি-সি কেবল, সিম ইজেক্টর পিন ও কিছু কাগজপত্র। তবুও ফোনের বক্স ও ক্রয়ের রসিদ রাখা জরুরি। ছোটখাটো এসব বিষয় আলাদাভাবে তেমন গুরুত্বপূর্ণ না হলেও ফোন বিক্রির সময় সামগ্রিকভাবে মূল্য বাড়াতে সাহায্য করে। যা ক্রেতাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।

ব্যাটারি হেলথ বজায় রাখা

ফোনের ব্যাটারি হেলথ ভালো রাখা সহজ কাজ নয়। তবে এটি বিক্রির সময় ভালো দাম পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ফাস্ট চার্জিং, ফাস্ট ওয়্যারলেস চার্জিং এড়ানো যেতে পারে। ব্যাটারি হেলথ ৯৫% নিয়ে বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়। ৮০% বা তার কম হলে দাম কম পাওয়া যাবে।

ওয়ারেন্টির ব্যবহার

ওয়ারেন্টি অক্ষত থাকলে যে কোনো সমস্যা হলে অফিশিয়াল সার্ভিস সেন্টারে যাওয়া জরুরি। এতে ওয়ারেন্টি বজায় থাকে ও মানসম্মত সার্ভিস পাওয়া যায়। অন্যদিকে অচেনা থার্ড-পার্টি সার্ভিস সেন্টার থেকে কাজ করানো হলে আরও সমস্যা দেখা দিতে পারে। তবে পুরোনো ও ওয়ারেন্টি শেষ হওয়া ফোনের ক্ষেত্রে নির্ভরযোগ্য থার্ড-পার্টি সার্ভিসই বিচক্ষণ বিকল্প। কারণ, অফিশিয়াল সার্ভিস সেন্টারের খরচ তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here