পুরুষদের প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ঘরনি টুইঙ্কেল খান্না। তার এমন মন্তব্য শুনে মেজাজ হারান বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রানাউত।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, নারীদের জীবনে পুরুষের ভূমিকা কী, এমন প্রশ্নের উত্তর সম্প্রতি একটি সাক্ষাৎকারে টুইঙ্কেলের কাছে জানতে চাওয়া হয়। খানিকটা মজার ছলেই টুইঙ্কেল এ প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, পুরুষরা আসলে নারীদের জীবনে প্লাস্টিক ব্যাগের মতো। জীবনে অনেক কিছু পুরুষ নামের এ ব্যাগে রেখে জীবন চালিয়ে নিলে সহজ হয়। কিন্তু ব্যাগ না হলেও ক্ষতি নেই। চলার পথে একটু ঝামেলা হয়, কিন্তু এ ব্যাগ না থাকলে যে জীবন চলবে না তা নয়।
কঙ্গনা আরও লেখেন, এমন মানুষ জীবনে কী চায় তারা নিজেরাই জানেন না। তাদের কাছে পুরুষকে জীবন থেকে বাদ দেয়া মানেই নারীবাদ! কঙ্গনার এমন পোস্ট দেখে নেটিজেনরা বলছেন, মজার ছলে বলা টুইঙ্কেলের ওই মন্তব্যের অনেক গভীরে চলে গেছেন কঙ্গনা। এদিকে কঙ্গনার এমন পোস্টে কোনো মন্তব্য করেননি টুইঙ্কেল খান্না। সূত্র : আনন্দবাজার পত্রিকা।