পুরুষকে ঘরজামাই হতে চাপ দেওয়া নিষ্ঠুরতা : দিল্লি হাইকোর্ট

0

বিবাহিত কোনো পুরুষকে যদি তার স্ত্রী বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘরজামাই হতে চাপ দেওয়া হয়, সেটা ওই পুরুষের প্রতি প্রকারান্তরে নিষ্ঠুরতার সামিল। এমনটাই রায় দিয়েছেন ভারতের দিল্লি হাইকোর্ট। পুরনো এক বিবাহবিচ্ছেদের মামলার রায় দিতে গিয়ে এ মন্তব্য করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি নীনা বনশল কৃষ্ণার ডিভিশন বেঞ্চ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের সুপ্রিম কোর্টে ২০১৬ সালে একটি মামলা চলছিল। রায়ের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল নিষ্ঠুরতার নতুন এক সংজ্ঞা। এতে বলা হয়, বিয়ের পর কোনো পুরুষকে তার নিজের পরিবার ছাড়তে বাধ্য করার চেষ্টা হয় তা নিষ্ঠুরতার সামিল।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এ দম্পতির দীর্ঘ দুই দশকের বিচ্ছিন্নতাই প্রমাণ করে- তাদের মধ্যে দাম্পত্য বলে কিছু টিকে নেই! বিচ্ছিন্নতাসহ একে অপর থেকে দীর্ঘদিন আলাদা থাকার বিষয়টিকেও পারস্পরিক নিষ্ঠুরতা বলে উল্লেখ করেন আদালত। পাশাপাশি ২০১৯ সালে ওই পুরুষের দায়ের করা বিবাহ-বিচ্ছেদের আবেদনও মঞ্জুর করেন আদালত।

সূত্র : এই সময়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here