পুরনো ঠিকানায় দিয়াস, বাড়ালেন চুক্তি

0

এসি মিলানে ধারের মেয়াদ শেষে পুরনো ঠিকানায় ফিরলেন ব্রাহিম দিয়াস। নতুন মৌসুমকে সামনে রেখে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সঙ্গে বাড়িয়েছেন চুক্তির মেয়াদ।

রিয়াল শনিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। ক্লাবটির সঙ্গে ২৩ বছর বয়সী দিয়াসের আগের চুক্তি ছিল ২০২৫ সাল পর্যন্ত। চুক্তি নবায়নের পর মেয়াদ বেড়েছে আরও দুই বছর।

গত তিন মৌসুম মিলানের হয়ে খেলেন দিয়াস। দলটির হয়ে ২০২১-২২ মৌসুমের সেরি আ জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১২৪ ম‍্যাচ।

আসছে মৌসুমকে সামনে রেখে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালে ‘যোগ দিলেন’ দিয়াস। এর আগে গত শুক্রবার স্পেনের সফলতম ক্লাবটি দলে ভেড়ায় লেফট-ব্যাক ফ্রান গার্সিয়াকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here