জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে গুগল। এবার পাসওয়ার্ড বা রিকভারি অপশন হারালেও বন্ধুর সহায়তায় পুনরুদ্ধার করা যাবে লক হওয়া অ্যাকাউন্ট। নতুন এই ফিচারের নাম ‘ট্রাস্টেড রিকভারি কন্টাক্টস’, যা ধীরে ধীরে বিশ্বব্যাপী চালু করা হচ্ছে।
গুগলের ব্যাখ্যা অনুযায়ী, অনেক সময় ব্যবহারকারীরা পাসকি, ভেরিফিকেশন ডিভাইস বা সিম হারালে লগইন করতে পারেন না। এখন ব্যবহারকারী সর্বোচ্চ ১০ জন বিশ্বস্ত ব্যক্তিকে রিকভারি কন্টাক্ট হিসেবে নির্ধারণ করতে পারবেন। অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারালে সেই কন্টাক্টদের একজনের কাছে অনুরোধ পাঠানো হবে, যিনি গুগলের দেওয়া যাচাইকরণ কোড নিশ্চিত করলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব হবে।
তবে গুগল জানিয়েছে, প্রতিটি অনুরোধের মেয়াদ ১৫ মিনিট এবং প্রতারণা রোধে ডিভাইস, অবস্থান ও আইপি ঠিকানা যাচাইসহ অতিরিক্ত নিরাপত্তা ধাপ থাকবে। ব্যবহারকারী সর্বোচ্চ ১০টি রিকভারি কন্টাক্ট রাখতে পারবেন এবং অন্যদের সর্বোচ্চ ২৫টি অ্যাকাউন্টের রিকভারি কন্টাক্ট হতে পারবেন।

