গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এতে রুশ আক্রমণের মধ্যে আবারও দেশটির জ্বালানি অবকাঠামো ঘুরে দাঁড়াচ্ছে।
গতকাল শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বলেন, সিস্টেমটি প্রায় দুই মাস ধরে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে।
তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন সময় শীত কেটে গেছে। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে বিদ্যুৎ রপ্তানি শুরু করা। এই রপ্তানি আয় আমাদের ধ্বংস ও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামোগুলো পুনর্গঠনের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা করবে।
তিনি বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য ইঞ্জিনিয়ার ও আন্তর্জাতিক অংশীদারদের প্রশংসা করেন।
গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হয়েছে ইউক্রেন।
প্রসঙ্গত, গত অক্টোবরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দীর্ঘ আক্রমণ শুরু করে রাশিয়া। এতে দেশটির অনেক অঞ্চলে ব্ল্যাকআউট হয়ে যায়। শীতকালে রাশিয়ার আক্রমণ শহরগুলোকে অন্ধকারে ফেলে দেয়। ওই সময় ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন আবার তারা অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে সক্ষম হবে।