রাশিয়ার অন্যতম বিরোধী নেতা ও ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত আলেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় বিশ্ব রাজনীতিতে বড় ধাক্কা লাগে। পশ্চিমাদের অনেকেই দাবি করেছিলেন, পুতিনের নির্দেশেই নাভালনিকে হত্যা করা হয়েছিলো। যুক্তরাষ্ট্রের মতও অনেকটা তেমনই ছিলো।
তবে এবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অনেকখানি ইউটার্ন নিয়েছে। মার্কিন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মনে করছেন, নাভালনির কারাগারে মৃত্যুর ঘটনায় সম্ভবত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত নন। নাভালনিকে মেরে ফেলার পরিকল্পনা তার ছিল না।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে গত মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নাভালনির মৃত্যুর ঘটনায় পুতিনের দায় আছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সে কথা বিশ্বাস করেন। তবে তারা মনে করেন রুশ প্রেসিডেন্ট পুতিন সম্ভবত নাভালনিকে হত্যার নির্দেশ দেননি।