মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিন এবং কোনো মার্কিন প্রেসিডেন্টের মধ্যে এটিই প্রথম সরাসরি কথোপকথন।
ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখনও জনসমক্ষে তিনি কীভাবে তা করবেন তা প্রকাশ্যে বলেননি। গত সপ্তাহে বলেছিলেন, যুদ্ধটি রক্তপাতের মতো এবং তার দলের “কিছু খুব ভালো আলোচনা” হয়েছে।
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে এক সাক্ষাৎকারে ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, “তিনি (পুতিন) মানুষ মারা যাওয়া বন্ধ দেখতে চান।”
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, “অনেক ভিন্ন যোগাযোগের সূত্রপাত হচ্ছে।”
পেসকভ বলেন, “এই যোগাযোগগুলি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়।” নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন নিয়ে সরাসরি মন্তব্য করার জন্য জিজ্ঞাসা করা হলে পেসকভ বলেন, “আমি ব্যক্তিগতভাবে কিছু জানি না। আমি অনেক কিছু নাও জানতে পারি। অতএব, এই ক্ষেত্রে আমি এটি নিশ্চিত বা অস্বীকার করতে পারি না।”