এবার হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার করতে প্রস্তুত আছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, পুতিন তার সাথে বৈঠক করতে চান এবং সেই বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “প্রেসিডেন্ট (পুতিন) বারবার আন্তর্জাতিক নেতাদের সাথে যোগাযোগের জন্য তার আগ্রহের কথা জানিয়েছেন। যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন।’
ট্রাম্প ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। বারবার তিনি বলেছেন, তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রায় তিন বছরের সংঘাতের দ্রুত অবসান ঘটাতে পারেন। যদিও তিনি কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করেননি।