পুতিনের ক্ষমতা থেকে সরার ‘ক্ষণ গণনা’ শুরু হয়ে গেছে: ইউক্রেন

0

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। রাশিয়ায় সাম্প্রতিক বিদ্রোহের প্রেক্ষাপটে ইউক্রেন কর্তৃপক্ষ এমনটা মনে করছে।

প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ উপদেষ্টা আন্দ্রি ইয়েরমাক বলেছেন, আমি মনে করি, কাউন্টডাউন (ক্ষণগণনা) শুরু হয়ে গেছে।

বিদ্রোহ থেকে সরে আসার পর গত সোমবার প্রথমবারের মতো অডিও বার্তা দেন প্রিগোজিন। এতে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী।

ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিবিসিকে বলেন, রুশ কর্তৃপক্ষ যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, তাতে পুতিন আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না বলে মনে করছেন তারা।

কর্মকর্তাদের মতে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক অভিযান চালানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর ওয়াগনারের বিদ্রোহ, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনারপ্রধানের নিন্দা—সবকিছু মিলে পুতিনের টিকে থাকার বাকি সম্ভাবনাটুকুও ফুরিয়ে গেছে।

কর্মকর্তাদের একজন বলেন, পুতিন সরকারকে আর বাঁচানো যাবে না। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here