পুতিনকে যে কারণে ‘ধন্যবাদ’ ইরানি প্রেসিডেন্টের

0
পুতিনকে যে কারণে 'ধন্যবাদ' ইরানি প্রেসিডেন্টের

ইরানে সরকারবিরোধী আন্দোলনের জেরে জাতিসংঘের ডাকা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চীন, পাকিস্তান ও রাশিয়া। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মস্কোর সমর্থনের জন্য পুতিনকে শুক্রবার ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিক্ষোভ নিয়ে আলোচনা হওয়ার পরদিন রুশ নেতার সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান ‘রাশিয়ার অবস্থান’ এর জন্য পুতিনকে কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, ‘ইরানে সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের প্রত্যক্ষ ভূমিকা ও সম্পৃক্ততা স্পষ্ট’। নিউইয়র্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘উত্তেজনা উসকে দেওয়া এবং আতঙ্ক ছড়ানোর’ অভিযোগ তোলে। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের চারপাশে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে বর্তমান নিরাপত্তা পরিষদের বৈঠকটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট আগ্রাসন এবং হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়ার আরেকটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here