পুতিনকে অভিনন্দন জানালেন শি জিনপিং

0

নির্বাচনে পুনরায় জয়লাভ করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধান মিত্র দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এই অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, “নির্বাচনে আপনার পুনঃবিজয় আপনার প্রতি রুশ জনগণের সমর্থনের একটি পূর্ণ প্রদর্শন। আমি বিশ্বাস করি- আপনার নেতৃত্বে রাশিয়া অবশ্যই জাতীয় উন্নয়ন এবং নির্মাণে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।”

এদিকে, সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন এক সংবাদ সম্মেলনে বলেন, “চীন এবং রাশিয়া নতুন যুগে একে অপরের বৃহত্তম প্রতিবেশী এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। নির্বাচনে জয়লাভ করায় পুতিনকে অভিনন্দন জানায় চীন।”

এ বছর দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বছর পালনের কথা উল্লেখ করে লিন বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত দিকনির্দেশনায় চীন-রাশিয়া সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত,  রাশিয়ার এবারের নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পড়েছে পুতিনের পক্ষে। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে। এর মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হল। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here