রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর বাজার সংলগ্ন এলাকায় মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে নয়টায় দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে করে পাথর নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিল ট্রাকটি। পুঠিয়ার তারাপুর বাজার পার হওয়ার সময় ট্রাকের একটি চাকা বিস্ফোরিত হলে ট্রাকটি থামিয়ে চাকা সংস্কার করছিলো ট্রাকের হেলপার ও চালক। এসময় বাইকযোগে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। মুহুর্তেই পুরো ট্রাকে আগুন ধরে যায়।