সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল এলাকায় পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি রয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর পুকুরে ফেলে দিয়েছে। যুবকের মুখে ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তকরনের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।