গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার শনিবার একটি পুকুরে ডুবে মিদুল হোসেন (১৩) নামের এক সপ্তাম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সহপাঠীরা বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে মৃদুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিদুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কাটা মারা এলাকার মোবারক হোসেনের ছেলে। সে উপজেলার সফিপুর এলাকার বালুর মাঠে তার ভগ্নিপতি মেহেদী হাসানের বাসায় থেকে লেখাপড়া করতো।