পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

0
পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। 

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০২৭ ও ১৮৯২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৯৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৭টি কোম্পানির, কমেছে ৫৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিমটেক ইন্ড্রাস্টি, খান ব্রাদার্স, ডোমিনেজ স্টিল, একমি লিমিটেড, বিডি থাইফুড, মুন্নু ফেব্রিকস, ফাইন ফুডস ও মেঘনা পেট্রোলিয়াম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮২টির, কমেছে ৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here