ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মফিজুল হকসহ এক সাবেক ইউপি চেয়ারম্যান ও একজন আওয়ামীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সেনগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ ও কৃষকলীগ নেতা হারুন উর রশিদ পারুলকে সোমবার দিবাগত রাতে পৌর শহরের রঘুনাথপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেটে থেকে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মফিজুল হককে এবং হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গয়া নাথ রায়কে খটশিংগা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ককটেল বিস্ফোরণ ঘটনোসহ হামলা ও মারপিটের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।