পিসিবিতে যুক্ত হচ্ছেন মিসবাহ

0
পিসিবিতে যুক্ত হচ্ছেন মিসবাহ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন্স’ পদে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক।

গুরুত্বপূর্ণ এই পদের জন্য পিসিবি যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে যোগ্যতার শর্ত হিসেবে বলা হয়েছে– প্রার্থীকে অবশ্যই ঘরোয়া বা আন্তর্জাতিক পর্যায়ে সাবেক ক্রিকেটার হতে হবে।

পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে নিউজ১৮ জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই পদে মিসবাহকে আবেদন করতে উৎসাহিত করেছেন। তার বিশ্বাস, সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

বর্তমানে পিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন মিসবাহ। বোর্ড চেয়ারম্যানের ক্রিকেট বিষয়ক উপদেষ্টা ও মেন্টর হিসেবে কাজ করছেন তিনি। 

জানা গেছে, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে সরানোর সিদ্ধান্তে মিসবাহর বড় ভূমিকা ছিল। এছাড়া, তিনি জাতীয় নির্বাচকদের পরামর্শ দিয়েছিলেন যেন টি-টোয়েন্টি দলে সাবেক অধিনায়ক বাবর আজমকে আর ডাকা না হয়।

২০১৭ সালে অবসর নেওয়ার পর, ২০১৯ সালে মিসবাহকে জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। তবে এক বছর পর তিনি নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন এবং ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রমিজ রাজা চেয়ারম্যান হওয়ার পর তাকে প্রধান কোচের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

তবুও মিসবাহ পিসিবির সঙ্গে যুক্ত থাকেন। ২০২৪ সালে তিনি একটি ঘরোয়া দলের মেন্টর হিসেবে কাজ করেন, যার জন্য তিনি মাসে ৫০ লাখ রুপি বেতন পেয়েছেন।

মোহসিন নাকভি তাকে ক্রিকেট বিষয়ক উপদেষ্টা প্যানেলেও অন্তর্ভুক্ত করেছেন, যেখানে আরও আছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, সিকান্দার বখত ও আকিব জাভেদ।

সম্প্রতি পিসিবি ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বোঝা যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা উসমান ওয়াহলা এই পদ থেকে সরে যাচ্ছেন। সম্ভবত তাকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সচিবালয়ে নতুন দায়িত্ব দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here