পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার

0
পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালানো ও সেই ঘটনার ভিডিও ধারণকারী যুবকের পরিচয় মিলেছে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ সজিব। এ ঘটনায় তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সজিবকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে কলেজে ভাঙচুরের ঘটনায় কলেজের অধ্যক্ষ পান্না লাল দে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার সকালেই ক্যাপ পরা ও মুখ ঢেকে এক যুবক কলেজের একটি কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য একজন ওই ভাঙচুরের ভিডিও ধারণ করে। বিকেল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে শিক্ষাঙ্গনে ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।

অধ্যক্ষ পান্না লাল দে জানান, কলেজে ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষের করা জিডির পর তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে, ভিডিও ভাইরাল হওয়ায় ঘটনার উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠলেও কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি।

শুক্রবার যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদল তাকে দল থেকে বহিষ্কার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here