পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৩

0

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখা। বুধবার দুপুরে তাদের আটকের পরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার কফিল উদ্দিন মাহমুদ।

এ সময় পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মচারীকেও সতর্ক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের পুত্র ইলিয়াস হোসেন (৪৮),  পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার আব্দুল মালেকের পুত্র রিয়াজ হোসেন (৪০) ও সদর উপজেলার ভাইজোড়া এলাকার আব্দুস সালাম মাতুব্বরের পুত্র মাকসুদুর রহমান (৪৬)। এদের মধ্যে ইলিয়াসকে ১০ দিন, রিয়াজ ও মাকসুদুরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here