পিরোজপুরে ইন্দুরকানী উপজেলায় ৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার টগড়া মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
কুমিল্লা থেকে গাঁজার ৪টি প্যাকেট নিয়ে ইন্দুরকানীর বালিপাড়ায় যাচ্ছিল গাড়িটি। তবে গাড়িতে থাকা আসগর আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়।
আটককৃত গাড়ির চালক বগুড়া জেলার গাবতলী উপজেলার দরগাতলী গ্রামের তাপসের ছেলে এবং গাঁজার বাহক মহসিন ঝালকাঠি সদর উপজেলার বাড়ৈয়ারা গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।