পিরোজপুরে ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ৩ লাখ

0

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় উপজেলায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হ‌য়ে‌ছে। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের দায়ে হাসান (২৫) ও মহসিন (৪৫) নামে দুই ব্যবসায়ীকে ৩ লাখ টাকার অর্থদণ্ডের আদেশ দিয়েছে  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশণার (ভূমি) মো. রাইসুল ইসলাম । অভিযানের সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল, পিরোজপুর পরিবেশ অধিদপ্তর সহকারি পরিচালক নিখিল চন্দ্র ঢালী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-৮ মঙ্গলবার সকাল ১১ টা থে‌কে মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন গুদাম ও দোকান ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় পৃথক দুটি গুদাম ঘর থেকে প্রায় ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের দায়ে হাসান ও মহসিনকে পৃথক ভা‌বে ১লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

পিরোজপুর পরিবেশ অধিদপ্তর সহকারি পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, সম্প্রতি সময়ে এ ব্যবসায়ীদের জরিমানা করার পাশাপশি সতর্কও করা হয়েছে। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে।

বরিশাল র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনভর অভিযান পরিচালনা করে প্রায় ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here