পিরোজপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

0

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর তামিম হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ ডোবা থেকে উদ্ধোর করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়ার টিকিকাটা গ্রামের কৃষিজমির একটি ডোবা থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে গতকাল বুধবার বিকেলে পঙ্গু বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে লাশ মাঠের ডোবায় ফেলে রাখে।
নিহত তামিম হোসেন মঠবাড়িয়া পৌরশহরেরর দক্ষিণ মিঠাখালী মহল্লার অটোচালক ইয়াকুব আলী ফরাজির ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শেণীতে পড়ালেখা করছিলো। 

মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিণ মিঠাখালী মহল্লার বাসিন্দা অটোচালক মো. ইয়াকুব ফরাজি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে বাড়িতে শয্যাশায়ী। তিন সদস্যের পরিবারের ভরণপোষণ চলতো তার অটো চালিয়ে। চরম অর্থকষ্টে পড়ায় পরিবারের একমাত্র স্কুল পড়ুয়া ছেলে তামিম হোসেন হোসেন স্কুলের ফাঁকে ফাঁকে বাবার অটোরিকশা চালিয়ে পরিবারে অর্থের জোগান দিত। বুধবার বিকালে সে বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের স্বজনরা গভীর রাত পর্যন্ত তার খোঁজ পায়নি। 

এরপর বৃহস্পতিবার মঠবাড়িয়া উপজেলার টিকিাকাটা সাইফী নগর মাদ্রাসা সংলগ্ন কৃষিজমির ডোবায় লাশ ভাসতে দেখে গ্রামবাসি থানায় খবর দেয়। শিশুটির পরিবারের স্বজনরা খবর পেয়ে থানায় এসে তার লাশ সনাক্ত করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন জানান, গ্রামবাসীর কাছে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here