পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের লাশ হস্তান্তর

0

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় নিহত পরিবারের স্বজনদের কাছে এ লাশ  হস্তান্তর করেন। নিহত সকলের পরিচয় পাওয়ায় এ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন কাফনের জন্য প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে নিহত প্রতি পরিবারকে ৫ লাখ করে টাকা দেওয়ার বিষয়ে সহযোগীতা করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সহযোগীতা করা হবে আহতদেরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here