পিরোজপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় যুবলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানভীর মুজিব অভিসহ জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। এর আগে সকাল জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর নেতৃত্ব পৃথক কর্মসূচি পালিত হয়।