পিরোজপুর জেলার সাতটি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এসময় মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তিও প্রদান করেছে পিরোজপুর জেলা পরিষদ।
রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।
এ সময় জেলার ১০০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে পাঁচ হাজার টাকা করে সম্মাননা অর্থ প্রদান করা হয়। পরে এসএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩৮০ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের দুই হাজার পাঁচশ টাকা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের তিন হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।