পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের এপাই জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের ভাই মাহফুজ হোসেন জানান, মারুফ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা এলাকায় একটি ব্রিজের নির্মান শ্রমিক হিসেবে কাজ করতো। সেই ব্রিজের পাশেই একটি বাড়িতে নির্মান কাজের জন্য থাকা একটি রড সেই বিদ্যুৎতায়িত হয়ে মারুফ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. আরিফ হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
পিরোজপুর সদর থানার ওসি আবীর মো. হাসান জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।