পিরোজপুরে পাওনা টাকা না পেয়ে ছেলেকে অপহরণ

0

পিরোজপুরের সদর উপজেলা শারিকতলা গ্রামের পূর্ব হরিনা গাজিপুর এলাকায় বাবার কাছে পাওনা টাকা আদায়ের জন্য ছেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে হরিনা স্লুইচগেট এলাকার সামনে থেকে আলিমসহ তিন থেকে চারজন ফয়সালকে ধরে অটোরিকশায় তুলে নিয়ে যায়। অপহৃত ফয়সাল হাওলাদার ঐ এলাকার মিজান হাওলাদারের ছেলে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দক্ষিণ গজিপুর এলাকার বাসিন্দা আলিম খান ফয়সালের বাবা মিজান হাওলাদারের কাছে টাকা পেত। পাওনা টাকা আদায়ের জন্য মিজান হাওলাদারের ছেলে ফয়সালকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করে। 

ফয়সাল হাওলাদারের ভাই কাওসার হাওলাদার জানান, শুক্রবার সকালে আলিমসহ তিন থেকে চারজন ফয়সালকে ধরে অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর আমার ভাই (ফয়সাল) বাবাকে ফোন দিয়ে জানায় আলিমকে ২০ লাখ টাকা দিয়ে দিতে। এ সময় ফয়সাল আরও জানায় আলীম তাকে মারধর করছে। টাকা না দিলে তাকে মেরে ফেলবে। বিষয়টি পুলিশকে জানাই ও স্থানীয় বিভিন্ন লোকজনকেও জানানো হয়। অপহরণের বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাত ৮টার দিকে পাড়েরহাট এলাকার নাসির উদ্দিন মল্লিকের বাড়ির কাছে ফয়সাল ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ফয়সালকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, দেনা পাওনার একটি বিষয়কে কেন্দ্র করে ফয়সাল হাওলাদার নামে একজনকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ফয়সালকে উদ্ধার করে। এ বিষয়ে রাতেই মামলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here