পিরোজপুরে জেপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

0

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মাহিবুল হোসেনের মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার ও পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়। 

অপরদিকে, বৈধতা পেয়েছে অপর ৩ চেয়ারম্যান প্রার্থী ও ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র। রবিবার (০৫ মে) সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী মো. মাহিবুল হোসেন জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া উপজেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here