পিরোজপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু শনিবার দুপুরে শহরের টাউন ক্লাব মাঠে এ শীতবস্ত বিতরণ করেন। এ সময় এক হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান, গাজী কামরুজ্জামান শুভ্র, নাদিম শেখ প্রমুখ। 

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও অসহায় শীতার্ত মানুষদের মাঝে আমরা কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here