পিরোজপুরে অপহরণের সময় কলেজ ছাত্রী উদ্ধার, আটক ২

0

ঝালকাঠি থেকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পিরোজপুর-নাজিরপুর সড়ক থেকে পুলিশ এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। আজ রবিবার রাত ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার জেলা কারাগারের সামনে থেকে একটি মাইক্রোবাসের গতিরোধ করে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করে করা হয়।

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো: জুলফিকার আলী জানান, পুলিশ এ সময় মাইক্রোবাসে থাকা দুই অপহরণকারীকে আটক করা হয়।

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো: জুলফিকার আলী জানান, ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে কলেজ ছাত্রীকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গাড়িরে থাকা কলেজ ছাত্রী চিৎকার দিলে পিরোজপুর সদরের জেলা কারাগারের সামনে পুলিশ গাড়িটির গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয় এবং দুই অপহরকারীকে আটক করে পুলিশ।
 
ওসি (তদন্ত) মো: জুলফিকার আলী আরো জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here