এ সময়ের অন্যতম মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। পাশাপাশি তিনি আইন পেশা নিয়েও সমান ব্যস্ত। এবার আরও একটি ভিন্ন উদ্যোগ নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘মাস্টার ক্লাস বাই পিয়া জান্নাতুল’ নামে একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছেন পিয়া।
জানা গেছে, আগামী ১৯-২০ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মশালার মূল্য লক্ষ্য থাকবে গ্রুমিং। এছাড়া আত্মবিশ্বাস-আত্মউন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন নিয়ে গ্রুমিং ও পরামর্শ দেওয়া হবে।
তিনি আরও বলেন, কর্মশালায় শুধুমাত্র মডেলদের গ্রুমিং করা হবে। আমাদের দেশে দেখা যায় যে, মডেলদের স্ট্রাগলিং সময়টা দীর্ঘ হয়। তারা অনেক সময় ফ্যাশন জগতের ‘এটিকেট নোর্মস’ বুঝে উঠতে পারেন না। তাই তাদের জন্য বিশেষ এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রথমিকভাবে সম্পন্ন হলে পরবর্তীতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করা হবে এ নিয়ে।
উল্লেখ্য, কর্মশালা শেষে সার্টিফিকেট দেওয়া হবে। নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করে এই কর্মশালার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন লিং-https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe8HcoMZny2xGTdq5Dw25JaFbiqAxCu8GxOdz3Cy1O-wZjpKA/viewform