চিত্রনায়িকা শবনম বুবলী একের পর এক সিনেমার সুখবর দিচ্ছেন। এবার অন্যরকম বেশে হাজির হলেন এই অভিনেত্রী। ‘পিনিক’ সিনেমার প্রথম পোস্টারে তাকে দেখে চেনার উপায় নেই। তবে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে।
গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় ‘পিনিক’ ছবির। শুটিংয়ের মাঝপথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। তখনই জানানো হয়, ছবিতে বুবলীর চরিত্র সম্পর্কে ধারণা দিতে তারও একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হবে।
শনিবার সন্ধ্যায় পিনিক ছবিতে বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা, চোখে সানগ্লাস, বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দী। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢেকে রয়েছে, যা রহস্যময় আবহ তৈরি করেছে।
পিনিকে বুবলীর বিপরীতে আছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।
জানা গেছে, ‘পিনিক’ সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। ছবিটিতে শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।
সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহ প্রযোজনায় আছেন অভিনয়শিল্পী শিমুল খান। সিনেমাটির কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন সাবিহা রিংকু।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।