পিটিআই বাদেই যেভাবে সরকার গঠন করছে পিপিপি ও পিএমএল-এন

0

পাকিস্তানে জোট সরকার গঠনে একমত হয়েছে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। এর মধ্যদিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে চলে আসা রাজনৈতিক সঙ্কটের সমাধান হতে চলেছে। গতকাল মঙ্গলবার গুরুত্বপূর্ণ আলোচনা শেষে কেন্দ্রে সরকার গঠনে একমত হয় দুই দল। দুই দলের মধ্যকার সমঝোতা অনুযায়ী পিপিপি’র কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি হবেন আগামী প্রেসিডেন্ট এবং পিএমএলএনের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ হবেন প্রধানমন্ত্রী।

নওয়াজ শরীফ ক্ষমতার বাইরে থাকবেন। জাতীয় পরিষদের স্পিকারের পদ দেয়া হয়েছে পিএমএলএনকে। ডেপুটি স্পিকার পদ পাবে পিপিপি। এছাড়া সিনেট চেয়ারম্যান বানানো হবে পিপিপির প্রার্থীকে। আর ডেপুটি চেয়ারম্যান করা হবে পিএমএলএন থেকে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানী ইসলামাবাদে জারদারি হাউসে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দলের নেতারা। সেখানে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সরকার গঠন সম্পর্কে দুই দলের সমঝোতার তথ্য জানান। তিনি জানান, আরো আলোচনার পর স্পিকার ও সিনেট নেতাদের নাম ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here