পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসতে রাজি শাহবাজ শরিফ

0
পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসতে রাজি শাহবাজ শরিফ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনায় বসতে রাজি হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, বিরোধী দল যদি আন্তরিকতা দেখায় এবং রাজনৈতিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে সরকার সংলাপে প্রস্তুত।

মঙ্গলবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, তিনি বিরোধীদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে আগ্রহী এবং এ লক্ষ্যে আগেও সংলাপের আহ্বান জানিয়েছেন।

শাহবাজ শরিফ বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সরকার সংলাপের পথ খোলা রেখেছে। তবে সংলাপের নামে কোনো অবৈধ দাবি মেনে নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করে দেন। এর আগেও একাধিকবার বিরোধী দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া যেকোনো ইতিবাচক উদ্যোগকে সরকার স্বাগত জানায়। তিনি জোর দিয়ে বলেন, সংস্কার কার্যক্রম ও রাজনৈতিক সম্পৃক্ততা অবশ্যই জাতীয় স্বার্থে হতে হবে এবং তা যেন আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ন না করে।

এদিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বেসরকারিকরণ প্রক্রিয়াকে অর্থনৈতিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন শাহবাজ শরিফ। তিনি জানান, সর্বোচ্চ দরদাতাকেই বিজয়ী ঘোষণা করা হবে এবং পুরো প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

সূত্র : ডন নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here