প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। দলটির হয়ে জোড়া গোল করেন ফেদেরিকো ভালভার্দে। আর শেষদিকে ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়রের গোলে নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের জয়।
সোমবার (২৪ জুলাই) সকাল ৮টায় ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও এসি মিলান। ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল হজম করে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ান পুলসিকের দুর্দান্ত ক্রস থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার ফিকায়ো। এরপর ম্যাচের ৪২ মিনিটে মিলানের হয়ে সফল গোল করেন রোমেরো। তাতে প্রথমার্ধেই দলটি ২-০ গোলে