পিছিয়ে পড়েও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় জার্মানির

0

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার (১৪ অক্টোবর) প্রথমে পিছিয়ে পড়েও যুক্তরাষ্ট্রকে তাদের মাঠেই ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জার্মানি। জার্মানির পক্ষে গোল করেন ইলকায় গুন্দোয়ান, নিকলাস ফুলক্রুগ ও জামাল মুসিয়ালা। যুক্তরাষ্ট্রের পক্ষে গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিচ।

যুক্তরাষ্ট্রের রেন্টশ্চেলার স্টেডিয়ামে স্টেডিয়ামে বলের দখল থেকে শুরু করে গোলে শট নেওয়া -সব ক্ষেত্রেই এগিয়ে ছিল জার্মানি। তবুও প্রথম গোল তারাই খায়। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নড়বড়ে রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে ২৭ মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান পুলিসিচ। ফ্লোরিয়ান বালোগানের পাস থেকে গোল করেন তিনি। বাজে ফর্মে থাকা জার্মানদের  আরও একটি হারের শঙ্কা জাগছিল তখন।

দ্বিতীয়ার্ধে নিজেদের খুঁজে পায় জার্মানি। মূহুর্মূহু আক্রমণ চালাতে থাকে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগে। তারই ধারাবাহিকতায় ৫৮ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। রবিন গোসেনের পাস থেকে ফুলক্রুগ গোলটি করেন। এর ঠিক তিন মিনিট পরেই আরও একটি গোল পায় জার্মানি। এবার গোলের কারিগর স্বয়ং দলকে এগিয়ে দেওয়া ফুলক্রুগ। তার দেওয়া পাস থেকে গোল করেন জার্মানির নতুন সেনসেশান জামাল মুসিয়ালা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here