পিছিয়ে পড়েও দারুণ জয় পেল আর্জেন্টিনা

0

বাংলাদেশ সময় বুধবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় এই প্রীতি ম্যাচে লস এঞ্জেলেসের মেমোরিয়াল স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়ে ডি মারিয়ারা। তবে দ্বিতীয়ার্ধে একে একে তিনটি গোল করে শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায় আলবিসেলেস্তারা। 

এদিন ম্যাচের ৩৪ মিনিটেই গোল হজম করে আর্জেন্টিনা। এ সময় পাল্টা আক্রমণে উঠে গোল করেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস টিকোসরা।

৫৬ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে খুব কাছ থেকে হেড নিয়ে জালে জড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

৭৭ মিনিটে লাওতারো মার্টিনেজ গোল পেলে ব্যবধান হয়ে যায় ৩-১। এ সময় রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোলটি করেন মার্টিনেজ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আগের ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। আজ জিতল ৩-১ ব্যবধানে। এরপর জুনে আবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ গুয়েতেমালা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here