ব্রিজটাউন টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল মাত্র ১৮০ রানে। দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানে আটকে দিলেও পিছিয়েই ছিল অজিরা। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন। ফলে ম্যাচটি তিন দিনেই জিতে নিয়েছে সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানের ব্যবধানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০’তে এগিয়ে গেছে প্যাট কামিন্সের দল।
১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ট্রাভিস হেড আর বিউ ওয়েবস্টারের শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। এরপর অ্যালেক্স ক্যারে দলকে তিনশর কাছাকাছি নিয়ে গেছেন।
হেড ৬১, ওয়েবস্টার ৬৩ আর ক্যারে করেন ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে ৩১০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। শামার জোসেফ ৮৭ রানে নেন ৫টি উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩০১ রানের। জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে ৩৩.৪ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
৮৬ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে জাস্টিন গ্রেভস আর শামার জোসেফ লড়াই না করলে পরাজয়ের ব্যবধান আরও বড় হতো।
জোসেফ ২২ বলে ৪টি করে চার-ছক্কায় খেলেন ৪৪ রানের টি-টোয়েন্টি ইনিংস। গ্রেভস ৩৮ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ রানে ৫টি উইকেট শিকার করেন হ্যাজেলউড।