পিচ বিকৃত করে নিষিদ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার

0

ক্রিকেট খেলায় অসৎ উদ্দেশ্যে জুতার নিচের স্পাইক দিয়ে পিচ খুঁড়ে বিকৃত করা- এমন ঘটনা প্রায় নতুনই। তবে সম্প্রতি এই ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালে নিজ দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দীর্ঘ ৭৪ বছরের শিরোপা-বন্ধ্যাত্ব ঘোচাতে এই কাণ্ড করেন স্যাম ফ্যানিং নামের ২২ বছর বয়সী এক ক্রিকেটার। ম্যাচের প্রথম দিনেই জুতার স্পাইক দিয়ে পিচ খুঁড়েন তিনি। পরে সেই ফায়দা কাজে লাগিয়ে ১৯৭ বলে ১২৩ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলেন স্যাম ফ্যানিং। তাতে তার দলও জিতেছে শিরোপা। এই অপরাদের জন্য তাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here