মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিক পার্টির দুই নারীকে প্রকাশ্যে প্রহারের ঘটনায় ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে সদর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। থানার ওসি সাইফুল আলম বলেন, ‘আটক নেহালকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। ভুক্তভোগীরা অভিযোগ করবে বলে জানিয়েছে।’