পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ শ্রমিক আহত

0

কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্রমিকবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ জন শ্রমিক আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খাড়েরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আহতরা হলেন-জেলার সদর উপজেলার করম আলী (৪৫), সরাইল উপজেলার মামুন (২২), লিটন (৪০), জামাল (৪০), নুরউদ্দিন (৬০), কামাল (৩৮), আনোয়ার হোসেন (৩৫), সাব্বির (২৫), নাসিরনগরের আজিজ ভুইয়া (৫৯), হবিগঞ্জের মাধবপুরের দেলোয়ার (১৯), রুবেল (৩৫), রাসেল (২০), ইউনুস (৩৮) ও চালক হাবিবুল্লাহ (৫৫)।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here