পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

0

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহাসড়কের ডাক বাংলা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার ভাটপাড়া গাজীপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে জয়নাল আবেদীন মোটরসাইকেল নিয়ে পুটিজুরী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বৃন্দাবন চা বাগানের রাস্তার সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত জয়নালকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটিকে আটক করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here