জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যান উল্টে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
রবিবার মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে কোথাও যানজট নেই।