পিএসজি’র সাবেক কোচ দায়িত্ব নিল বায়ার্ন মিউনিখের

0

ইউলিয়ান নাগলসমানকে ছাঁটাই করেছে বায়ার্ন মিউনিখ। পরে সেই গুঞ্জনের সত্যতাও মেলে। জার্মানি ক্লাবটিতে দারুণ কাজ করলেও নাগলসমানের সঙ্গে চুক্তি বাতিল করেছে বায়ার্ন। ইতোমধ্যেই নিজেদের নতুন কোচের নামও ঘোষণা করেছে তারা।

শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানায়, বায়ার্ন মিউনিখের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পিএসজি ও চেলসি থেকে ছাঁটাই হওয়া টমাস টুখেল। নতুন এই কোচের সঙ্গে বায়ার্নের চুক্তি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে বায়ার্নের অনুশীলনে যোগ দেবেন তিনি।

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার অভিযানে পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে দুইয়ে। ২৫ ম্যাচ শেষে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here