মাঝমাঠের শক্তি বাড়াতে নতুন খেলোয়াড় কিনেছে পিএসজি। সেই ধারাবাহিকতায় রিয়াল মায়োর্কা থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লিখিয়েছেন দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার লি কাং-ইন।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে কাং-ইনকে দলে টানার খবরটি জানায় পিএসজি। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। চুক্তির আর্থিক বিষয়াদি নিয়ে কিছু জানানো হয়নি।
গত সপ্তাহে ক্রিস্তফ গালতিয়েকে সরিয়ে পিএসজির কোচের দায়িত্ব দেওয়া হয় লুইস এনরিকেকে। এই স্প্যানিয়ার্ড দায়িত্ব নেওয়ার পর চতুর্থ খেলোয়াড় হিসেবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের শিবিরে নাম লেখালেন কাং-ইন।