পিএসজিতে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না: মেসি

0

পুরো ফুটবল বিশ্বকে অবাক করে ২০২১ সালে বার্সেলোনাকে বিদায় জানান লিওনেল মেসি। আর্থিক দুরবস্থার কারণে আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে নতুন চুক্তি পারেনি কালাতান দলটি। তাই বাধ্য হয়েই মেসিকে খুঁজে নিতে হয়েছিল নতুন ঠিকানা। চোখের জলে বার্সার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ফরাসি জায়ান্ট পিএসজিতে নাম লেখান মেসি।

তবে প্যারিসে মেসির সময়টা ভালো কাটেনি। এবার মেসি জানালেন, বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার কোনো লক্ষ্য ছিল না তার। বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে ন্যাশভিল এসসির বিপক্ষে লিগস কাপের ফাইনালে লড়বে ইন্টার মিয়ামি। সেই ম্যাচের আগে ইন্টার মিয়ামির সংবাদ সম্মেলনে হাজির হন মেসি।

মিয়ামির জার্সিতে ৬ ম্যাচে ৯ গোল ও এক অ্যাসিস্ট করে দলকে লিগস কাপের ফাইনালে তুলেছেন মেসি। নতুন জায়গার অভিজ্ঞতা প্রসঙ্গে মেসি বলেন, ‘আমি বেশ সুখী। শুধু মাঠের ফলাফলের কারণে নয়, আমার পরিবারের কারণে। শহরটি (মিয়ামি) উপভোগ করছি এবং ভক্তদের কাছ থেকে প্রথম দিন যে সম্ভাষণ পেয়েছি, তা অসাধারণ। শুধু মিয়ামিতে নয়, সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। অতিথি দল হিসেবে আমাদের দালাসে যেতে হয়েছিল। আমার প্রতি সবার যে আচরণ, তা দেখার মতো ছিল। এই মুহূর্তগুলো পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here